Titan Arum Plant or Corpse Flower: পচা মাংসের গন্ধে টেকা দায় লন্ডনে! কারণ? ফুটেছে ফুল...
ফুলের কথা উঠলেই একটা মিষ্টি সুগন্ধ ভেসে আসে আমাদের মনে। তবে এই নয় যে সব ফুলেই সুগন্ধ থাকবে। পৃথিবীতে এমন একটা ফুল আছে, যেটা থেকে ঘ্রাণ বের হয় না। বের হয় ভয়ংকর দুর্গন্ধ।
তবুও হাজার হাজার মানুষ মোটা টাকা খরচ করে টিকিট কেটে এই ফুল দেখতে ভিড় জমান। এটির নাম ‘কর্পস ফ্লাওয়ার’। চওড়ায় এই ফুল সাধারণত ১০ ফুট পর্যন্ত হয়ে থাকে। ফুলের রং হয় কালচে লাল মাংসের মতো।
বিজ্ঞানসম্মত নাম ‘অ্যামোরফোফালাস টাইটানাম’। সংক্ষেপে একে টাইটান এরাম বলা হয়। ১০ বছরে এই ফুল ফোটে মাত্র ৪৮ ঘণ্টা বা ২ দিনের জন্যই।
এই ফুলের গন্ধটা অনেকটা পচা মাংসের মতো। ফুলের কাছে আসলে আপনার মনে হবে আপনি কোনো পঁচা গলা লাশের পাশে দাঁড়িয়ে আছে। এজন্যই এটি ‘লাশ ফুল’নামে পরিচিত।
প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত এই ফুলের তীব্র পঁচা গন্ধ আশেপাশের এলাকার ছড়িয়ে থাকে। বিশ্বের বিপন্ন প্রজাতির গাছের তালিকাতে নথিভুক্ত হয়েছে এই গাছের নাম।