তিতলির দাপটে পুজোর আগে শুক্র-শনি রাজ্যে ভারী বৃষ্টি, কোন কোন জেলায় জেনে নিন?

Thu, 11 Oct 2018-11:44 pm,

স্থলভাগে আসার পর তিতলি অনেকটাই কমজোরি হয়ে গিয়েছে। ফলে ঘূর্ণিঝড় দুর্বল হয়েছে। কিন্তু তার জেরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এর ফলে      দক্ষিণবঙ্গে শুক্রবার ও শনিবার ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে, পুজোয় আকাশ হবে ঝলমলে। বলছে হাওয়া অফিস।

 

ভারী থেকে অতিভারী বৃষ্টি: উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া

ভারী বৃষ্টি: কলকাতা, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। 

ভারী থেকে অতিভারী বৃষ্টি: মুর্শিদাবাদ ও নদিয়া

ভারী বৃষ্টি: উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর

আগামী ১৮ ঘণ্টায় ৪০-৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝড় আসতে পারে।

রাজ্যে সমু্দ্র এলাকার বাসিন্দা, পর্যটক ও মত্স্যজীবীদের সতর্ক থাকতে বলা হয়েছে। 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link