বাংলায় BJP-র থেকে নিজেকে `সুরক্ষিত` করলেন ৫ লক্ষের বেশি মানুষ!
নিজস্ব প্রতিবেদন: একুশের আগে ডিজিটাল লড়াইয়ে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। অভিনব প্রচারে রীতিমতো খুলে ফেলা হয়েছে 'বিজেপি থেকে নিজেকে নিরাপদ রাখুন' বা 'Mark Yourself Safe from BJP' ওয়েবসাইট।
অল্পদিনেই ব্যাপক সাড়া পড়েছে বলে দাবি তৃণমূলের। ৫ লক্ষ ব্যবহারকারী নিজেদের বিজেপির থেকে সুরক্ষিত করেছেন।
www.savebengalfrombjp.com ওয়েবসাইটে 'আপনি কি ঘৃণার বিরুদ্ধে?' বিকল্প আসছে। তাতে 'হ্যাঁ' ক্লিক করলেই আপনি সুরক্ষিত হয়ে গেলেন। লিংকটি ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টুইটারে শেয়ার করতে পারবেন।
ওয়েবসাইটে রয়েছে বেশ কয়েকটি ভিডিয়ো। বিজেপির বিরুদ্ধে বিভিন্ন খবরের কোলাজ রয়েছে ওই ভিডিয়োগুলোয়।
তৃণমূলের দাবি, ফেসবুক গ্রুপে যুক্ত হয়েছেন ৮২,০০০ সদস্য। ১৮ থেকে ৩৫ বছর বয়সীদের বেশি সমর্থন পেয়েছে। বিভাজন, স্বৈরতন্ত্র, অসাম্য ও পছন্দের স্বাধীনতাকে ধ্বংস করছে বিজেপি। প্রান্তিক ও মহিলাদের উপরে হিংসায় প্ররোচনা দেয় তারা। বিজেপির এই ধরনের কৌশলের বিরোধী বাংলা।