TMC: দিল্লি যাত্রার প্রস্তুতি, উৎসবের মেজাজ নেতাজি ইনডোরে
অয়ন ঘোষাল: বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি। ভিতরে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বিপুল উৎসাহ ও উন্মাদনা। সব মিলিয়ে নেতাজি ইনডোর স্টেডিয়ামে শনিবারের সকালের ছবি এটাই।
প্রায় হাজার পাঁচেক কর্মী সমর্থকদের দিল্লি যাওয়ার কথা। এরা সকলেই আজ ট্রেনে দিল্লি যাবেন বলে ঠিক ছিল। রেল ট্রেন বাতিল করায়, শেষ মুহূর্তে সেই পরিকল্পনা ভেস্তে যাওয়ায় কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
তারপর কাল রাতেই ঠিক হয়, বাসেই যাওয়া হবে দিল্লি। ৩০ ঘন্টার বাস জার্নি। ধকল সামলাতে পারবেন?
প্রশ্ন করতেই সবাই সমস্বরে চিৎকার করে বলে উঠলেন, কেউ আটকাতে পারবে না। বাসেই যাব। ৫০০০ জেলা স্তরের তৃণমূল কংগ্রেস কর্মীর জন্য মোট ৫০টি বাসের ব্যবস্থা করা হয়েছে।
বাস পিছু ১০০ জন সমর্থক ৩০ ঘন্টার পথ পেরিয়ে আনুমানিক কাল দুপুরের দিকে দিল্লি পৌঁছবেন বলে দলীয় সূত্রে খবর। বাকি আরও প্রচুর কর্মী রওনা দিচ্ছেন আজ বিকেলের রাজধানী এক্সপ্রেসে।
অভিষেক বন্দ্যোপাধ্য়ায় সহ বাছাই শীর্ষ নেতা বিমানে যাবেন দিল্লি। নেতাজি ইনডোর স্টেডিয়ামে থাকার জন্য ছেড়ে দেওয়া হয়েছে প্রায় গোটা অডিটোরিয়াম।
রান্না ও খাওয়ার ব্যাবস্থা হয়েছে বাইরে। ৩ নম্বর গ্যালারির নিচে রাখা আছে পানীয় জলের গাড়ি।