Panchayat Election 2023: ব্লকে কনিষ্ঠতম প্রার্থী, পঞ্চায়েতে তৃণমূলের হয়ে লড়ছেন কলেজ পড়ুয়া সায়ন
দেবব্রত ঘোষ: কলেজের গণ্ডি পেরোননি এখনও। পঞ্চায়েত ভোটে লড়ছেন সায়ন সর্দার। প্রতীক? ঘাসফুল। হাওড়া সদর ব্লকে তিনিই কনিষ্ঠতম প্রার্থী। বাড়ি বাড়ি গিয়ে প্রচারও শুরু করে দিয়েছেন সায়ন। যাঁরা বয়সে বড়, তাঁদের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন তৃণমূল প্রার্থী।
৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট এক দফাতেই। মনোনয়ন পর্ব শেষ। এখন চলছে স্ক্রুটিনি বা মনোনয়ন খতিয়ে দেখার কাজ।
এদিকে যাঁরা মনোনয়ন জমা দিয়েছেন, তাঁরা কিন্তু চুপ করে বসে নেই। রাজ্যে বিভিন্ন জায়গায় প্রচারে নেমে পড়েছেন পঞ্চায়েত ভোটের প্রার্থীরা।
কলকাতার আশুতোষ কলেজে বাংলা অনার্সের তৃতীয় বর্ষের ছাত্র সায়ন সর্দার। পঞ্চায়েত ভোটে লড়ছেন তিনিও।
বিধানসভা ভোটের আগে রাজনীতিতে হাতেখড়ি। ডোমজুড়ের সলপ-২ নম্বর গ্রাম পঞ্চায়েতে ৪৫ নম্বর বুথে এবার তৃণমূল প্রার্থী সায়ন।
বয়স মাত্র বাইশ বছর। দলের তরুণ এই প্রার্থীর প্রচারের রূপরেখা তৈরি করে দিয়েছেন ডোমজুড়ের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ। সেইমতো বাড়ি বাড়ি গিয়ে চলছে প্রচার।
প্রচারে ফাঁকে সায়ন জানালেন, 'প্রথমবার ভোটে দাঁড়িয়ে কিছুটা নার্ভাসই ছিলাম। আমাদের বিধায়ক কল্যাণবাবুই কিভাবে প্রচার করব তা স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন। তাঁর দেখানো পথেই বাড়ি বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনমুখী প্রকল্পগুলি মানুষের সামনে তুলে ধরছি'।
স্রেফ তৃণমূলকর্মীরাই নন, কলেজপড়ুয়া সায়ন সর্দারকে প্রার্থী হিসেব পেয়ে খুশি এলাকার মানুষও।