Saayoni Ghosh: গাড়ি ছেড়ে মেট্রো চেপে সংসদে সায়নী, ভাইরাল ছবি...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রথমবার সাংসদ হয়ে দিল্লিতে পা রেখেছেন সায়নী ঘোষ (Saayoni ghosh)। চলছে লোকসভার চতুর্থ অধিবেশন।
শুক্রবার গাড়ি নয়, মেট্রো চেপেই সংসদে পৌঁছলেন যাদবপুরের সাংসদ।
নীল শাড়ি, কাঁধে ব্যাগ, চোখে কালো চশমা পড়ে মেট্রোতে চেপে শুক্রবার সংসদে গেলেন তৃণমূলের নয়া সাংসদ।
প্রায় ৪০ মিনিটের মেট্রো সফরের পর নামেন সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনে।
প্রথমদিন থেকেই সংসদের নজর কাড়েন তিনি। ২৫ জুন প্রথমবার বাংলায় শপথ নিয়েছেন অভিনেত্রী-সাংসদ।