মন্ত্রী ও বিধায়কের মধ্যে `হাতাহাতি`, বিধানসভায় বেনজির কাণ্ড!
সুতপা সেন : বিধানসভায় বেনজির কাণ্ড! কার্যত হাতাহাতি বেঁধে গেল দুই বিধায়কের মধ্যে। শেষে স্পিকারের মধ্যস্থতায় মিটল সমস্যা।
এদিন বিধানসভা অধিবেশনের দ্বিতীয় পর্বে মন্ত্রীদের গরহাজিরা নিয়ে বিতর্ক চলছিল। সেইসময়ই পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায়ের সঙ্গে কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তীর প্রায় হাতাহাতির উপক্রম হয়।
শাসক-বিরোধী তরজার পর বিধানসভা কক্ষ ত্যাগ করে চলে যান বিরোধীরা। 'মন্ত্রীকে দুঃখপ্রকাশ করতে হবে', এই দাবিতে বিধানসভা ভবনের বাইরে বি আর আম্বেদকারের মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বসেন তাঁরা।
শেষে উভয়পক্ষকেই নিজের ঘরে ডেকে পাঠান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। অধ্যক্ষের ঘরে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ও। একইসঙ্গে ওই অধ্যক্ষের ঘরে উপস্থিত থাকতে বলা হয় তাপস রায়কেও।
বিক্ষোভরত বিরোধী বিধায়কদের কাছে 'দুঃখপ্রকাশ' করে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "এটা অবাঞ্ছিত ঘটনা। আপনারা হাউসে আসুন।" এরপরই বাম ও কংগ্রেস বিধায়করা অধিবেশন কক্ষে ফিরে যান।