Ilish Utsav amid RG Kar Case: আরজি করের আবহে ইলিশ উত্‍সব, পরেশকে তোপ শুভেন্দুর, খোঁচা কুণালেরও...

Soumita Mukherjee Sun, 01 Sep 2024-11:55 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরজি কর কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। প্রতিবাদে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা। এরই মাঝে ইলিশ উত্‍সব করে বিতর্কে বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশ পাল। 

 

ইলিশ উত্‍সব করে ঘরে বাইরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন পরেশ পাল। 

 

পরেশের সমালোচনা করে শুভেন্দু অধিকারী বলেন, এদের সংবেদনশীলতা নেই।  

 

শুধু বিজেপিই নয়, দলের অন্দরেও অসন্তোষের ছাপ স্পষ্ট। এই সময়ে এই উত্‍সব মেনে নেওয়া যায় না, বললেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও। 

 

যদিও তাতে পাত্তা দেননি বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল। পরেশ পালটা প্রশ্ন ছুড়ে দেন যে এজন্য কি কারও বাড়িতে বিয়ে বা অন্নপ্রাশন হবে না?

 

ইলিশ উৎসবের ব্যানারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের ছবি ব্যবহার করা হয়েছে। এই বিষয়ে কুণাল বলেন যে মমতা এবং অভিষেক হয়ত জানেনও না যে তাঁদের ছবি ব্যবহার করা হয়েছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link