ছবি: স্ত্রী-কন্যা-পুত্র নিয়ে বাগদেবীর কাছে অঞ্জলি দিলেন অভিষেক
কমলিকা সেনগুপ্ত: সপরিবারে সরস্বতী পুজোয় অঞ্জলি দিলেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তাঁর সঙ্গে পুজো দিলেন মা-বাবা, স্ত্রী রুজিরা, কন্যা আজানিয়া। পুত্র আয়াংশকেও দেখা গিয়েছে এ দিন।
সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অভিষেক অসুস্থ। চোখের সমস্যায় এখনও ভুগছেন। বিদেশে যেতে হতে পারে চিকিত্সার জন্য।
দলের কাজকর্ম বাড়ি থেকেই করবেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন। কয়েক বছর আগে পথ দুর্ঘটনায় গুরুতর আঘাত পান অভিষেক।
বিদেশে অস্ত্রোপচার হয় তাঁর। তবে, চোখের সমস্যা এখনও রয়েছে মমতাই প্রকাশ্যে জানান। তিনি বলেন, অভিষেকের ৬ বার অস্ত্রোপচার হয়েছে।
এখনও কিছু সমস্যা রয়েছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় কর্মশালায় কালো চশমা পরে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।