Rachana Banerjee: রচনার বন্যা-দর্শন, ওল কিনে হাসিমুখে বাড়ি...
বিধান সরকার: জলে ভাসছে হুগলীর বলাগড়। চাঁদরা মিলনগর, চর খয়রামারি সহ ভাঙন ও বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বন্যায় মানুষের অসহতায় পাশে দাঁড়াতে গিয়ে ওল কচু কিনলেন সাংসদ।
ডিভিসির জল ছাড়া প্রসঙ্গে বলতে গিয়ে রচনা বলেন,যেটা হয়েছে খুব খারাপ হয়েছে।মুখ্যমন্ত্রী যে বিষয়ে বলেছেন সে বিষয়ে আমি কিছু বলবো না।উনি আমাদের গুরুজন।
'সাধারণ মানুষ এমন সমস্যার মধ্যে পড়েছেন। হঠাত্ কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে।মানুষের বাড়ি ঘর কিচ্ছু নেই রাস্তায় বেরিয়ে পড়েছে। ' বলেন রচনা।
বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে ওলকচু কিনলেন রচনা বন্দ্যোপাধ্যায়,বললেন খেতে ভালো লাগে।
বলাগড়ের মিলন গড় থেকে চর খয়রামারি যাওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে রচনা দেখেন চাষীরা ওল ধুয়ে বাজারে নেবেন বলে বস্তায় ভরছেন।
চাষীদের থেকে সেই ওল কিনলেন হুগলির সাংসদ। দরদাম না করলেও ওল গলা ধরবে কিনা জানতে চাইলেন চাষীর কাছে।
সাংসদ বলেন,খুব সুন্দর ওলের চাষ হয়েছে।ওল খেতে পছন্দ করি তাই নিয়ে গেলাম।
রচনা জানতে চাইলেন, ‘গলা ধরবে না তো, এত ওল কী হবে? একটাই যথেষ্ট।’
বলাগড়ে ভাঙন নিয়ন্ত্রণে মাস্টার প্ল্যানের কথা বলতে গিয়ে সাংসদ বলেন,ঘাটাল মাস্টার প্ল্যান হয়েছে।কেন্দ্র করেনি মুখ্যমন্ত্রী করে দিয়েছেন।
বন্যায় যেখানে মানুষ অসহায় হয়ে পড়েছে, প্রতিকূল পরিবেশে চিন্তায় দিন কাটাচ্ছেন সেখানে দাঁড়িয়ে সাংসদ বাড়ির জন্য ওল কিনছেন! কটাক্ষ বিরোধীদের।