দিলীপ ঘোষের অভিনন্দন যাত্রাকে চ্যালেঞ্জ ছুঁড়ে পাটুলিতে মহামিছিল তৃণমূলের
শ্রেয়সী গঙ্গোপাধ্যায় : বৃহস্পতিবার পাটুলিতে বিজেপি অভিনন্দন যাত্রা কর্মসূচি পালন করে। এদিন তার পাল্টা একই জায়গায় পথে নামল তৃণমূল কংগ্রেস।
বৃহস্পতিবার বিকেল পাটুলি মোড় থেকে CAA-র সমর্থনে অভিনন্দন যাত্রা করে বিজেপির একটি শ্রমিক সংগঠন। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও।
এদিন পাল্টা CAA বিরোধিতায় পথে নামে তৃণমূল কংগ্রেস। পাটুলি মোড় থেকে বাঘাযতীন মোড় পর্যন্ত মিছিল করেন যাদবপুর তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থকরা।
গতকাল বিজেপির অভিনন্দন যাত্রায় 'NO CAA', 'NO NRC' লেখা পোস্টার নিয়ে প্রতিবাদ জানান সুদেষ্ণা দত্তগুপ্ত নামে এক ছাত্রী। তাঁকে হেনস্থার অভিযোগ ওঠে গেরুয়াবাহিনীর বিরুদ্ধে।
এদিন তৃণমূল কংগ্রেসের মিছিল থেকে সেই ঘটনার প্রতিবাদেও স্লোগান ওঠে। বার বার ধিক্কার জানানো হয় সেই ঘটনার।