সেঞ্চুরির দরজায় পেট্রোল; বাড়ছে রান্নার গ্যাসের দাম, কেন্দ্রের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ তৃণমূলের
পেট্রোলের দাম সেঞ্চুরির দোরগোড়ায়। লাফিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম। তার উপরে এই লকডাউন পরিস্থিতি। সবমিলিয়ে নাভিশ্বাস আম জনতার। প্রতিবাদ শনিবার রাস্তায় নামল তৃণমূল কংগ্রেস।
শনিবার হুগলির বৈদ্যবাটিতে মিছিল করে জ্বালানীর দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করেন তৃণমূল কর্মীরা। রাস্তায় উনুন জ্বেলে ভাত রান্না করলেন দলের মহিলা সংগঠনের কর্মীরা।
শহরের রাস্তায় মিছিল করেও কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন দলের কর্মী-সমর্থকরা।
পেট্রোল পাম্পে গিয়েও তাঁরা বিক্ষোভে দেখান।
বৈদ্যবাটি শহর তৃণমূল নেতা প্রবীর পাল বলেন, দিনদিন পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে। পেট্রোল সেঞ্চুরি করছে ডিজেল তার পিছনে দৌড়ছে। গ্যাসের দাম নশো টাকার কাছে। মানুষের নাভিশ্বাস উঠছে আর কেন্দ্র সরকার চুপ করে বসে আছে।
প্রবীবাবু আরও বলেন, আচ্ছে দিন আসবে বলেছিলেন মোদী। এই তার নমুনা! বিজেপি এ রাজ্যে ইতিমধ্যেই পরাস্ত হয়েছে। এবার কেন্দ্র থেকেও উত্খাত করতে হবে।