Marriage Tattwa: `খেলা হবে` থেকে `লক্ষ্মীর ভান্ডার`, কী নেই! ছেলের বিয়েতে অভিনব তত্ত্ব তৃণমূলী মায়ের

Mon, 31 Jan 2022-6:18 pm,

নিজস্ব প্রতিবেদন : ছেলের বিয়েতে অভিনব তত্ত্ব সাজালেন মা। বিয়ের তত্ত্ব ডালা সেজে উঠল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের এক-একটি প্রকল্পের নামে।

কোনওটির নাম 'খেলা হবে' তো কোনওটির 'স্বাস্থ্যসাথী', 'সবুজসাথী', 'রূপশ্রী', 'কন্যাশ্রী', 'লক্ষ্মীর ভান্ডার', 'শিশুসাথী' সব প্রকল্পই স্থান পেয়েছে তত্ত্ব ডালায়। 

 

ছোট ছেলে প্রবীর চক্রবর্তীর বিয়েতে এমননই অভিনব তত্ত্ব সাজিয়েছেন নদিয়ার নবদ্বীপের তৃণমূল সমর্থক মণিকা চক্রবর্তী।

ছেলে প্রবীরও তৃণমূলের যুব রাজনীতির সঙ্গে যুক্ত। আগামী ২ ফেব্রুয়ারি চারহাত এক হবে প্রবীর ও কৃষ্ণনগরের ইশিতার। 

 

তার আগেই সেজে উঠেছে তত্ত্ব ডালা। শেষ মুহূর্তের রূপটানের কাজ চলছে জোরকদমে। ২ তারিখ হবু বৌমার বাড়ি পৌঁছে যাবে এই তত্ত্ব।

 

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত মণিকা দেবী। ২৭ বছর ধরে ডানপন্থী রাজনীতি করছেন তিনি।

এবার ছেলের বিয়ের তত্ত্বেও লাগল রাজনীতির ছোঁয়া। সরকারি ২৫টি প্রকল্পের নামে তত্ত্ব ডালা সাজিয়েছেন মা মণিকা দেবী।

 

'কন্যাশ্রী'তে যেমন রয়েছে কনের প্রসাধনী সামগ্রী। 'রূপশ্রী'তে নববধূর আলতা-সিঁদুর-টিপ। 

 

কোভিড পরিস্থিতি মাথায় রেখে 'স্বাস্থ্যসাথী'তে মাস্ক, স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ। 'লক্ষ্মীর ভান্ডার'-এ যেমন রয়েছে ৫০০ টাকার নোটও! 

এমনই অভিনব সুসজ্জিত তত্ত্ব ডালা ছেলের শ্বশুরবাড়িতে পাঠাতে উদ্যোগ নিয়েছেন নবদ্বীপ বড়ালঘাটের পবিত্রময় সেনগুপ্ত রোডের বাসিন্দা মণিকা চক্রবর্তী।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link