মমতার নেতৃত্বে আস্থা রেখেছেন, বিমল গুরুংয়ের শান্তিবার্তাকে স্বাগত: TMC

Wed, 21 Oct 2020-10:25 pm,

নিজস্ব প্রতিবেদন: এনডিএ ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দরজায় কড়া নাড়লেন বিমল গুরুং। তাঁকে স্বাগত জানাল তৃণমূল। দলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে জানিয়ে দেওয়া হল, বিমল গুরুংয়ের শান্তিবার্তাকে স্বাগত।   

অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস টুইট করেছে,''শান্তি পক্ষে বিমল গুরুংয়ের দায়বদ্ধতা ও এনডিএ ছাড়ার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আস্থা রেখেছেন উনি। সস্তার রাজনীতির জন্য গোর্খাল্যান্ডকে ব্যবহার করছে বিজেপি। তাদের প্রতারণার মুখোশও খুলে গিয়েছে আজ।''    

এর পাশাপাশি শান্তির বার্তাও দিয়েছেন তৃণমূল। তাদের বক্তব্য,''পাহাড়ে সকল পক্ষ, রাজনৈতিক দল, জিটিএ ও নাগরিক সমাজ একত্রে আসবে বলে আমরা আত্মবিশ্বাসী। মাতৃভূমির উন্নতি ও শান্তির জন্য সকলে হাতে হাত মিলিয়ে কাজ করব।''            

এ দিন সাংবাদিক বৈঠকে বিমল গুরুং বলেন, ''প্রধানমন্ত্রী হোক বা স্বরাষ্ট্রমন্ত্রী- কেউই কমিটমেন্ট রাখেননি। মমতা বন্দ্যোপাধ্যায় যে যে কমিটমেন্ট করেছেন, সব পূরণ করেছেন। আজ থেকে এনডিএ ছাড়ছি। ২০২১ সালের নির্বাচনে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোটে লড়াই করব। বিজেপিকে মোক্ষম জবাব দেব। মমতাই ফের মুখ্যমন্ত্রী হবেন।''

বিমল গুরুংয়ের এমন ১৮০ ডিগ্রি অবস্থান বদল নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। দলের নেতা সায়ন্তন বসু বলেন,''কী রফা হল তৃণমূলের সঙ্গে? বিমল গুরুং গোর্খাল্যান্ডের দাবিতে অনড়। তাহলে কি সেই দাবি মেনে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?'' 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link