Teachers` Day: `শিক্ষক দিবস`-এ তৃণমূল মহিলা কংগ্রেসের অভিনব উদ্যোগ
নিজস্ব প্রতিবেদন: কথায় বলে 'গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর'। আর পড়ুয়াদের কাছে শিক্ষকরাই তাঁদের গুরু। রবিবার 'শিক্ষক দিবস' (Teachers' Day)-এর শুভ মুহূর্তে তাই সেই সমস্ত শিক্ষকদের শ্রদ্ধা জানাল মহিলা তৃণমূল কংগ্রেস।
এক অভিনব উদ্য়োগের মাধ্যমে সেই সম্মানজ্ঞাপন হল। এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে সম্মান জানান হল শিক্ষকদের। কোথাও হাতে তুলে দেওয়া হল ফুল। কোথাও ফুলের সঙ্গে দেওয়া হল উত্তরীয় অথবা সামান্য কিছু উপহার।
সমাজের ভবিষ্যৎ প্রজন্মকে তৈরির পিছনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। তাঁদের সেই কাজকে সম্মান জানাতেই তৃণমূল মহিলা কংগ্রেসের এই উদ্য়োগ। বর্তমানে শিক্ষকতার সঙ্গে যাঁরা যুক্ত রয়েছেন কেবল এমন মানুষদেরই নয়। যাঁরা অবসর নিয়েছেন, তাঁদের হাতেও ছোট্ট উপহার তুলে দেন তৃণমূল মহিলা কংগ্রেসের সদস্যরা।
বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল মহিলা কংগ্রেসের সদস্যরা সম্মান জানানোয় কিছুটা অবাক অনেকে। আবার খুশিও। অনেকেই আনন্দ ধরে রাখতে পারেননি।
জানা গিয়েছে, রাজ্যের প্রত্যেক বুথে এই কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়। দলীয় স্তরে বিশেষ করে মহিলাদের সামনে রেখে চলে কর্মসূচি।
শাসকদলের জনসংযোগের এই উদ্যোগকে বেশ ভাল ভাবেই গ্রহণ করেছে শিক্ষক মহল।