দুটি ধাপে LIC-এর শেয়ার বিক্রির সিদ্ধান্ত সরকারের, বাজার সমস্যা এড়াতে বিশেষ ভাবনা
ভারতীয় জীবন বীমা নিগম (LIC) শেয়ার বিক্রি একেবারে নয়, বরং দুটি পর্যায়ে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি দেশের সবথেকে বড় বিমা সংস্থার প্রথমবার শেয়ার ছাড়ার (আইপিও) প্রস্তাবে অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটি (সিসিইএ)।
প্রাথমিকভাবে আইপিও(IPO)-র মাধ্যমে ৫%-৬% ইক্যুইটি বিক্রি হতে পারে সূত্রের অনুমান। এর পরে দ্বিতীয় ধাপে আরও এক বছর বাদে ৪%-৫% পাবলিক অফারিং হতে পারে। প্রাথমিকভাবে ১০ % ইক্যুইটি বিক্রি করার কথা বলা হয়েছিল।
বাজার বিশেষজ্ঞদের মতে, LIC-র মোট বাজারমূল্য ১২-১৫ লক্ষ কোটি টাকা। এর ১০%, অর্থাতৎ ১.২-১.৫ লক্ষ কোটি টাকার অফারিং দেবে সংস্থাটি।
এলআইসির বাজারমূল্য, মুনাফা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখার জন্য চলতি বছরের জানুয়ারিতে একটি বিশেষজ্ঞ সংস্থা নিয়োগ করেছিল কেন্দ্র। সেই কমিটির রিপোর্ট অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে এলআইসির শেয়ার ছাড়ার প্রস্তাবে ছাড়পত্র দেওয়া হয়েছে। কত পরিমাণ শেয়ারের বিলগ্নিকরণ করা হবে, তা এবার ঠিক করা হবে, এমনটাই জানান হয়েছিল।
২০২১-২২-এর বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১.৭৫ লক্ষ কোটি টাকার বেসরকারিকরণের লক্ষ্যমাত্রা স্থির করেন।
১.৭৫ লাখ কোটি টাকা লক্ষ্যমাত্রা পূরণের জন্য এলআইসির বিলগ্নিকরণ পরিকল্পনা নিয়েছিল নরেন্দ্র মোদী সরকার।