Lunar Eclipse 2021: চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব এড়াতে চান? জানুন কী করবেন
ধর্ম ও জ্যোতিষশাস্ত্রে চন্দ্রগ্রহণকে অশুভ মনে করা হয়, তাই চন্দ্রগ্রহণের সময় শুভ কাজ করা নিষিদ্ধ। অন্যদিকে, যেসব রাশির জাতক অথবা জাতিকাদের ওপর গ্রহনের নেতিবাচক প্রভাব বেশি থাকে, তাদেরকে এই সময়ে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়।
ধর্মগ্রন্থে সূর্যগ্রহণের সময় নিয়ম মেনে চলার পাশাপাশি গ্রহণের পরেও কিছু নিয়ম মানার কথা বলা আছে। এই নিয়ম মানলে গ্রহণ শেষ হওয়ার পরে অশুভ প্রভাব কমে যায়।
গ্রহণের পরে গঙ্গাজল মিশিয়ে স্নান করে, পোশাক বদল করার কথা বলা আছে।
সারা ঘরে গঙ্গাজল ছড়িয়ে তারপরে গরুকে রুটি খাওয়ালে কেটে যায় অমঙ্গল
আগের বছরের মতোই আবার কার্তিক পূর্ণিমায় হচ্ছে আংশিক চন্দ্রগ্রহণ।