Metro Services On Kalipuja: কালীপুজোর রাতে বিশেষ কালীদর্শনে যাঁরা কালীঘাট বা দক্ষিণেশ্বর যাবেন, তাঁদের জন্য দারুণ সুখবর...
কলকাতা মেট্রো দীপাবলিতে তাদের ব্লু লাইনে স্পেশাল সার্ভিস দেওয়ার কথা ঘোষণা করল। ৩১ অক্টোবর বৃহস্পতিবার আপ-ডাউন মিলিয়ে ২৯২ টির বদলে চলবে মোট ১৯৮টি।
যেসব স্টেশন থেকে যে সময় প্রথম ট্রেনটি চলে সেভাবেই চলবে। এতে কোনও বদল নেই।
দক্ষিণেশ্বর ও কালীঘাটের ভক্তদের কথা মাথায় রেখে কালীপুজোর দিন ব্লু লাইনে আটটি স্পেশাল ট্রেন চালাবে কলকাতা মেট্রো।
রাত ১০টা থেকে ২০ মিনিট অন্তর-অন্তর কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ট্রেন চলবে-- ১০টা, ১০টা ২০ মি., ১০টা ৪০ মি., ১১টা।
এদিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষও চলবে স্পেশাল ট্রেন। প্রথম স্পেশাল ট্রেনটি চলবে রাত ৯টা ৪৮ মিনিটে। এর পর ২০ মিনিট পরে ১০টা ৮ মিনিটে, তারপর ১০টা ২৮ মিনিটে এবং ১০টা ৪৮ মিনিটে।
গ্রিন লাইনেও কালীপুজোর দিন ১০৬টির বদলে ৯০টি ট্রেন চলবে। তবে গ্রিন লাইন-২, পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে পরিষেবার কোনও বদল নেই।