ইতিহাসের পাতায় ২ জুলাই
১৭৫৬ সালের এই দিনে নবাব সিরাজউদ্দৌলা কলকাতার নাম দেন আলীনগর।
১৭৫৭ সালের এই দিনে নবাব সিরাজউদ্দৌলাকে মোহাম্মদী বেগ জাফরাগঞ্জ প্রাসাদের একটি কক্ষে হত্যা করে।
১৭৭৮ সালের এই দিনে ফরাসি দার্শনিক জাঁ জ্যাক রুশোর মৃত্যু হয়।
১৭৮১ সালের এই দিনে মহিশুরের হায়দার আলি ব্রিটিশ বাহিনীর কাছে পরাজিত হন।
১৮৪৩ সালের এই দিনে হোমিওপ্যাথি চিকিত্সার প্রবর্তক জার্মানির স্যামুয়েল হ্যানিম্যানের মৃত্যু হয়।
১৯২৯ সালের এই দিনে বাঙালি নাট্যকার, অভিনেতা অমৃতলাল বসুর মৃত্যু হয়।
১৯২৫ সালের এই দিনে কঙ্গোর স্বাধীনতা সংগ্রামী, জননেতা প্যাট্রিস লুমুম্বার জন্ম হয়।
১৯৪০ সালের এই দিনে নেতাজী সুভাষ চন্দ্র বসুকে কলকাতায় গ্রেফতার করা হয়।