আজ অষ্টমী, ঘরে বসেই দেখুন চন্দননগরের জগদ্ধাত্রী পুজো

Mon, 04 Nov 2019-2:39 pm,

দুর্গাপুজোর অষ্টমী চলে গেলেও, এদিন চন্দননগরবাসীর কাছে কোনও অংশেই কম নয়। মধ্যগগনে পুজোর তোড়জোড়। 

ছবি: প্রীতম দে

২৪ ঘণ্টার ক্য়ামেরায় ধরা পড়ল সুরেরপুকুরের ছবি।

ছবি: প্রীতম দে

এখানে মায়ের সাজই শুধু ডাকের নয়। মন্ডপ সজ্জাতেও রয়েছে তার ছোঁয়া।

ছবি: প্রীতম দে

 সুরেরপুকুরের এবছরের থিম প্রকৃতির অন্তরালে শান্তি। পরিবেশের কথা মাথায় রেখেই সচেতনতার বার্তা দিয়েছেন পুজো উদ্যোক্তারা

ছবি: প্রীতম দে

মণ্ডপে ঢুকলেও পাবেন অপার শান্তি। মনে হবে ঠিক যেন গাছের ছায়ায় খানিক জিরিয়ে নিচ্ছেন আপনি। 

ছবি: প্রীতম দে

সবমিলিয়ে সুরেরপুকুর জগদ্ধাত্রীর পুজো প্যান্ডেল যে আগত দর্শনার্থীদের মন কাড়বে সে কথা বলার অপেক্ষা রাখে না। 

ছবি: প্রীতম দে

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link