৪৮-এ পা মহারাজের! ভারতীয় ক্রিকেটের গতিপথ বদলে দেওয়া ক্যাপ্টেন-এর আজ জন্মদিন
৪৮-এ পা দিলেন সৌরভ গাঙ্গুলি। ভারতীয় ক্রিকেটের গতিপথ বদলে দেওয়া অধিনায়কের আজ জন্মদিন। প্রতি বছরের মতো এবারও সকাল থেকেই ভক্তদের শুভেচ্ছাবার্তার বন্যা বিসিসিআই সভাপতির জন্য।
১৯৯৬ সালে লর্ডসে অভিষেক টেস্টেই বুঝিয়ে দিয়েছিলেন, তিনি লম্বা রেসের ঘোড়া। ১৩১ রান করে সেদিন আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অস্তিত্বের জানান দিয়েছিলেন মহারাজ।
১১৩টি টেস্টে ৭২১২ রান। ৩১১টি ওয়ানডে খেলে ১১৩৬৩ রান। বিশ্বকাপে ১৮৩ রানের ইনিংস। একের পর এক মাইকফলক ছুঁয়ে তিনি এগিয়েছেন মহারাজের মতোই।
ওয়ানডে ক্রিকেটে সৌরভের সেঞ্চুরির সংখ্যা ২২টি। যার মধ্যে ১৮টি দেশের বাইরে করা। তাঁর অধিনায়কত্বে ভারতীয় দল বিদেশে ২৮টি টেস্ট ম্যাচ খেলে ১১টিতে জয় পেয়েছিল।
তিনি ছোটবেলায় ডান হাতে ব্যাটিং করতেন। কিন্তু দাদার ক্রিকেট সরঞ্জাম ব্যবহার করবেন বলে সৌরভ বাঁ-হাতে ব্যাটিং শুরু করেন। বাকিটা তো ইতিহাস। ২০০৮ সালে নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি শেষ টেস্ট খেলেন।