করোনার প্রকোপ রুখতে হবে বিশ্বজুড়ে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলসহ একাধিক জায়গায় অনুদান নিক-প্রিয়াঙ্কার
করোনা ভাইরাসের মোকাবিলা করতে হবে বিশ্বজুড়ে। মারণ ভাইরাসের মোকাবিলা করতে এগিয়ে আসতে হবে সবাইকে।
মারণ ভাইরাসের মোকাবিলা করতে বিশ্বজুড়ে প্রতিটি মানুষকে এগিয়ে আসার আহ্বান করলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস
রিপোর্টে প্রকাশ, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে যেমন অনুদান দেন, তেমনি বিশ্ব জুড়ে একাধিক স্বেচ্ছাসেবী সংস্থার তহবিলে দান করেন প্রিয়াঙ্কা এবং তাঁর মার্কিন পপ তারকা স্বামী
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের পাশাপাশি ইউনিসেফ, ফিডিং আমেরিকা, গুঞ্জ, ডক্টরস উইদাউট বর্ডারস,নকি ডাংরি,গিভ ইন্ডিয়া,সাগফত্রা,আইএএইচভি এবং ফ্রেন্ডস অফ অসম-এর ত্রাণ তহবিলে অনুদান দেন সেলেব দম্পতি
এ বিষয়ে নিক জোনাস জানান, তিনি এবং প্রিয়াঙ্কা স্থির করেছেন, কঠিন সময়ে এগিয়ে আসুন গোটা বিশ্বের মানুষ। প্রত্যেকের অনুদান প্রত্যেকের কাজে লাগবে বলেও মন্তব্য করেন মার্কিন পপ তারকা
ত্রাণ তহবিলে অনুদানের পাশাপাশি প্রিয়াঙ্কা, নিক একযোগে নিজেদের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে করোনা নিয়ে মানুষকে সতর্ক করতে শুরু করেছেন