পরিত্যক্ত ইলেক্ট্রনিক সামগ্রী দিয়ে তৈরি ২০২০ টোকিয়ো অলিম্পিক্সের মেডেল প্রকাশ্যে এল
বুধবার প্রকাশ্যে এল ২০২০ টোকিয়ো অলিম্পিক্সের মেডেল।
মূলত ফেলে দেওয়া সামগ্রী দিয়েই তৈরি করা হয়েছে এই মেডেলগুলি। পরিত্যক্ত ইলেক্ট্রনিক সামগ্রী -মোবাইল, কম্পিউটার এসব দিয়েই তৈরি করা হয়েছে মেডেলগুলি।
টোকিয়ো অলিম্পিক্সের মেডেলগুলি ডিজাইন করেছেন জাপানি শিল্পী জুনিচি কাওয়ানিশি।চারশোর বেশি পেশাদার শিল্পীর মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে বেছে নেওয়া হয় জুনিচিকে। তিনিই অলিম্পিক মেডেলের নকশার দায়িত্ব পান।
দুই বছর ধরে চলে ২০২০ টোকিয়ো অলিম্পিক্সের মেডেল তৈরির প্রকল্প। যত বেশি সম্ভব ফেলে দেওয়া ইলেক্ট্রনিক সামগ্রীর জন্য জাপানের সাধারণ মানুষের কাছে আবেদন করা হয়েছিল। আবেদনে বিপুল সাড়া পরে জাপান জুড়ে। দুই বছর পরে দেখা যায় খারাপ হয়ে যাওয়া এবং পরিত্যক্ত ইলেক্ট্রনিক সামগ্রী জমা পড়ে।
প্রসঙ্গত ২০১৬ সালে রিও অলিম্পিক্সের মেডেলেও রিসাইকেল করা বিভিন্ন জিনিস ব্যবহার করা হয়েছিল।