কৌশিকি অমাবস্যায় করুণাময়ী কালীবাড়িতে পুজো, দেখুন গ্যালারি
অয়ন ঘোষাল: প্রতি বছরের মতো হয় তো ভক্তদের ভিড় নেই। করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মানতে কিছুটা হলেও কাটছাঁট হয়েছে আড়ম্বরে। কৌশিকি অমাবস্যায় করোনা বিধি মেনেই হল টালিগঞ্জের করুণাময়ী কালীবাড়ির বিশেষ পূজার্চনা। ছবি : অয়ন ঘোষাল
কথিত আছে, স্থানীয় সাবর্ণ রায়চৌধুরী পরিবারের জমিদার তথা কালীসাধক নন্দদুলাল রায়চৌধুরীর সাত বছর বয়সী মেয়ে করুণার মৃত্যুর পর তিনি "করুণাময়ী" নামে এই কালীমূর্তিটি প্রতিষ্ঠা করেছিলেন। ছবি : অয়ন ঘোষাল
জনশ্রুতি, মেয়ের রূপে কালীর স্বপ্নাদেশ পেয়ে নন্দদুলাল আদিগঙ্গার তীরে সাবর্ণ চৌধুরীদের ঘাটে গিয়ে একটি কালো পাথর পেয়েছিলেন। সেই পাথরেই মূর্তি তৈরি করা হয়।
এরপর থেকে করুণাময়ী কালী সাত বছর বয়সী মেয়ের রূপে পুজো করা হয়। মূল কালীমন্দিরের সঙ্গে বারোটি শিবমন্দির, একটি গণেশ মন্দির ও একটি রামকৃষ্ণ মন্দির রয়েছে। ছবি : অয়ন ঘোষাল
কালীমূর্তিটি পঞ্চমুন্ডির আসনের উপর প্রতিষ্ঠিত। একই কালো পাথরে কালী ও শিব নির্মিত।