New Year Celebration: পার্পল থিমে ‘হইচই’! নিউ ইয়ার পার্টিতে তারকার মেলা...
অনুসূয়া বন্দ্যোপাধ্যায়: বৃহস্পতিবার ছিল হইচই-এর নিউ ইয়ার সেলিব্রেশন। সেখানেই উপস্থিত ছিলেন টলিউডের বহু তারকা। তবে সবার নজর কেড়েছেন যীশু কন্যা সারা।
প্রত্যেকেই অবাক সেই ছোট্ট উমা-কে নতুন রুপে দেখে। পরিবারকে নিয়ে উপস্থিত হয়েছিলেন অভিনেতা যীশু সেনগুপ্ত। স্ত্রী এবং মেয়েকে নিয়ে পার্টিতে দেখতে পাওয়া যায় তাঁকে।
এইদিনের পার্টিতে ড্রেস কোড ছিল পার্পল বা বেগুনি রঙ। তবে সেই রঙের পোশাকে দেখা যায়নি সদ্য বিবাহিত অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে।
শুধুমাত্র বড়ো পর্দার অভিনেতা বা পরিচালকদেরই না, ‘হইচই’-এর নিউ ইয়ার পার্টিতে দেখতে পাওয়া গেছে বহু ছোট পর্দার অভিনেতাদেরও।
টোটা রায়চৌধুরী, সন্দীপ্তা সেন ছাড়াও বহু তারকা উপস্থিত ছিলেন এই পার্টিতে। নাচে গানে জমজমাট ছিল এই দিনের সেলিব্রেশন।
সব থেকে মজার বিষয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে রণবীর কাপুর অভিনীত ‘জামাল কুদু’ গানে তাল মেলাতেও দেখতে পাওয়া যায়।
নাচে সৃজিতকে সঙ্গ দেন অভিনেতা পরমব্রতও। পাশাপাশি খুশির মেজাজে নাচতে দেখা গেছে যীশু এবং তাঁর বড়ো কন্যা সারাকেও।