মোহনবাগানের নির্বাচনী প্রচারে বুম্বা`দা
নির্বাচনী প্রচারে সৌরভ গঙ্গোপাধ্যায়, ব্যারেটোকে আগেই এনেছিলেন। আর এবার টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নির্বাচনের প্রচারে এনে বড়সড় চমক দিলেন টুটু বসু।
রবিবার ঐতিহ্যমন্ডিত স্টার থিয়েটারে টুটু বসুদের হয়ে প্রচারে হাজির ছিলেন প্রসেনজিৎ।
এদিন স্টার থিয়েটারে এসে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রসেনজিৎ। কারণ, এই স্টার থিয়েটার থেকেই যে তিনি অভিনয় জীবন শুরু করেছিলেন।
মোহনবাগানের প্রসঙ্গ উঠতেই নস্টালজিক হয়ে পড়েন টলিউডের বুম্বা দা। বলেন, "আমার বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, প্রয়াত এস.ডি বর্মন কলকাতায় থাকলে মাঠে এসে মোহনবাগানের খেলা দেখতেন। মোহনবাগান হেরে গেলে আমাদের ঘরে প্রায় খাওয়া-দাওয়া বন্ধ হয়ে যেত। ছোটবেলা থেকে বাড়িতে এই পরিবেশ দেখেছি। তাই মোহনবাগানের প্রসঙ্গ এলেই আলাদা একটা আবেগ কাজ করে।"
টুটু বসুর সমর্থনে প্রসেনজিৎ বলেন, "দেখুন সব পরিবারেই কিছু না কিছু সমস্যা আছে। আমাদের টলিউডের আর্টিস্ট ফোরামেও অনেক সমস্যা আছে। মোহনবাগানের বিভিন্ন সমস্যার কথা শুনলাম। আশা করি আপনারা যাঁরা ক্লাবের সদস্যরা আছেন, তাঁরা যোগ্য ব্যক্তিকে বেছে নেবেন।"