২৬৪ নট আউট, বিশ্বরেকর্ড কিউই ওপেনার টম লাথামের

Sukhendu Sarkar Mon, 17 Dec 2018-5:04 pm,

# ওয়েলিংটন টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন নিউ জিল্যান্ডের টম ল্যাথাম।

 

# ৬৯৪ মিনিট ক্রিজে থেকে ৪৮৯ বলে ২৬৪ রানে অপরাজিত থাকেন লাথাম। ২১টি চার ও একটি ছয়ে সাজানো তাঁর ইনিংস।

 

# নিউ জিল্যান্ড ৫৭৮ রানে অল আউট হলেও ওপেনার লাথাম ২৬৪ রানে অপরাজিত থাকেন।

 

# দল অল আউট হয়ে যাওয়ার পরেও ইনিংস শেষে অপরাজিত ব্যক্তিগত সর্বোচ্চ রানের (২৬৪*) রেকর্ড এখন লাথামের দখলে।  

 

# লাথামের আগে এই রেকর্ড ছিল ইংল্যান্ডের অ্যালেস্টার কুকের। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৪৪ রানে অপারিজ ছিলেন ওপেনার কুক। ইংল্যান্ড ৪৯১ রানে অল আউট হয়ে যায়।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link