২৬৪ নট আউট, বিশ্বরেকর্ড কিউই ওপেনার টম লাথামের
# ওয়েলিংটন টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন নিউ জিল্যান্ডের টম ল্যাথাম।
# ৬৯৪ মিনিট ক্রিজে থেকে ৪৮৯ বলে ২৬৪ রানে অপরাজিত থাকেন লাথাম। ২১টি চার ও একটি ছয়ে সাজানো তাঁর ইনিংস।
# নিউ জিল্যান্ড ৫৭৮ রানে অল আউট হলেও ওপেনার লাথাম ২৬৪ রানে অপরাজিত থাকেন।
# দল অল আউট হয়ে যাওয়ার পরেও ইনিংস শেষে অপরাজিত ব্যক্তিগত সর্বোচ্চ রানের (২৬৪*) রেকর্ড এখন লাথামের দখলে।
# লাথামের আগে এই রেকর্ড ছিল ইংল্যান্ডের অ্যালেস্টার কুকের। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৪৪ রানে অপারিজ ছিলেন ওপেনার কুক। ইংল্যান্ড ৪৯১ রানে অল আউট হয়ে যায়।