Top 10 Winter Destination In West Bengal: শীতের ছুটিতে কাছেপিঠেই ঘুরে আসুন, মন ভালোর ১০০ শতাংশ গ্যারান্টি এই ১০ জায়গা...

Tue, 10 Dec 2024-4:37 pm,

মুকুটমণিপুরমুকুটমণিপুর বাঁধটি ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ, একটি মুকুটের মতো পাহাড় দ্বারা বেষ্টিত বলেই এই নাম। এটি বাংলার বাঁকুড়া জেলার খাতরা মহকুমার মধ্যে অবস্থিত। এটি ঝাড়খণ্ড সীমান্তের কাছে কংসাবতী এবং কুমারী নদীর সঙ্গমস্থলে অবস্থিত।

সুরুলিয়া মূল শহর থেকে মাত্র ৬ কিমি দূরে কংসাবতী নদীর তীরে অবস্থিত। সুরুলিয়া বন বিভাগ দ্বারা তৈরি করা হয়েছে এখানে একটি পর্যটন কটেজ রয়েছে,  পিকনিক ও ইকো-ট্যুরিস্টদের জন্য একটি ভালো জায়গা।

দক্ষিণ ২৪ পরগনার একটি সমুদ্রতীরবর্তী গ্রাম, এই গ্রামে একটি সাদা বালির সৈকত রয়েছে। এখানকার সমুদ্র সৈকত লালকাঁকড়ার জন্যে বিখ্যাত, নির্জনতাপ্রিয় ভ্রমণ পিপাসুরা বকখালি পছন্দ করেন।

কলকাতার ১৪৫ কিলোমিটার উত্তরে অবস্থিত এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জন্য বিখ্যাত। এটি শান্তিনিকেতন এবং শ্রীনিকেতনের নিকটবর্তী জায়গা, পশ্চিমবঙ্গের সংস্কৃতি ও শিক্ষা কেন্দ্রগুলির মধ্যে একটি। এই জেলার অপর তিনটি প্রধান শহর-বোলপুর, রামপুরহাট ও সাঁইথিয়া।

কামারপুকুর রামকৃষ্ণের জন্মস্থান হিসাবে পরিচিত। যাঁর নামে অনেক আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে। এখানে যেতে হলে ট্রেনে তারকেশ্বর যেতে পারেন, তারপর ট্যাক্সি নাহলে বর্ধমানগামী বাসে চেপে যেতে পারেন কামারপুকুর।

বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়, বিহারিনাথ পাহাড়, জয়রামবাটি, বিষ্ণুপুর, মুকুটমণিপুর এই সকল স্থানগুলি পর্যটকদের ভীষণ ভাবে আকর্ষণ করে।

পাহাড়, জঙ্গল ও জলাধার ঘেরা পুরুলিয়া বরাবরই প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ। এখানে সেরা দর্শনীয় স্থান- অযোধ্যা পাহাড়, চেলিয়ামা, দেউলঘাটা, সাহেব বাঁধ, জয়চণ্ডী পাহাড়, বড়ন্তি, কাশীপুর রাজবাড়ি।

গঙ্গা এবং বঙ্গোপসাগরের এক্কেবারে সংযোগস্থলে অবস্থিত, সুন্দরবন একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের স্থান এখানে গেলে বিদেশি ম্যানগ্রোভ এবং রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাবেন।

ডিসেম্বরে ঘুরে আসতে পারেন শান্তিনিকেতনের পৌষ মেলা থেকে। ডিসেম্বরের ২৪ তারিখ থেকে তিনদিন ব্যাপী এই মেলা চলে। এখানে সুন্দর হস্তশিল্প, বাটিক প্রিন্টেড জামাকাপড়, শাড়ি, চামড়ার তৈরি শান্তিনিকেতনের ব্যাগ খুবই জনপ্রিয়। 

 

এখানে সকাল সকাল একটি ক্যাব নিয়েই দেখে নিতে পারেন ডায়মন্ড হারবারের বাতিঘর, চিংড়িখালি দুর্গ, রামকৃষ্ণ মিশন আশ্রম ও জয়নগর। এই শহরটি রায়চুর দুর্গের জন্য বিখ্যাত। কলকাতা থেকে প্রায় ৫০ কিলোমিটার এবং ডায়মন্ড হারবার থেকে ১৫ কিলোমিটার দূরে হুগলি নদীর তীরে অবস্থিত রায়চক। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link