একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন যে ৫ ভারতীয় ক্রিকেটার
১. মহেন্দ্র সিং ধোনি : সচিন-সৌরভকে ছাপিয়ে ছক্কায় ডাবল হান্ড্রেড করে ফেলেছেন মাহি। ২১৭টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে এখন এক নম্বরে মহেন্দ্র সিং ধোনি।
২. সচিন তেন্ডুলকর : ৪৬৩টি একদিনের ম্যাচ খেলা মাস্টার ব্লাস্টার ২০০০-র বেশি বাউন্ডারি মারলেও ওভার বাউন্ডারিতে একটু পিছিয়ে। ছক্কার সংখ্যা একেবারে কম নয়, ১৯৫ টি ছয় মেরেছেন মাস্টার।
৩. সৌরভ গাঙ্গুলি : 'প্রিন্স অব ক্যালকাটা' ক্রিকেটে ছেড়েছেন প্রায় এক দশক আগে। কিন্তু মহারাজের সেই 'বাপি বাড়ি যা' ট্রেড মার্ক ছক্কার সংখ্যা ১৯০
৪. রোহিত শর্মা : একদিনের ক্রিকেটে তিনটি দ্বিশতরান রোহিতের ঝুলিতে। ওডিআইতে ১৬৯টি ছয় মেরে দুর্বার গতিতে এগিয়ে চলেছেন 'হিটম্যান'...
৫. যুবরাজ সিং : একমাত্র ভারতীয় ব্যাটসম্যান যিনি ৬ বলে ৬টি ছয় মেরেছিলেন ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে। একদিনের ক্রিকেটে যুবি ১৫৫টি ছক্কা হাঁকিয়েছেন।