Top Coldest Places: পা বাড়ালেই হাড়-কাঁপানো! মাইনাস ২৭ ডিগ্রিরও নীচে! ঘরের কাছেই ভয়ানক শৈত্যপ্রবাহ...
কাশ্মীরের জোজিলা (Zojila) শীর্ষে। এখানে কত তাপমাত্রা? শুনলে শিউরে উঠবেন আপনি, ভয়ে পেটের ভিতরে ঢুকে যাবে আপনার হাত-পা। -২৭.২ ডিগ্রি সেলসিয়াস! উফ!
পিছিয়ে নেই লেহ্-লাদাখও (Leh Ladakh)! লেহ্-লাদাখেও বরাবর ভয়ংকর শীত পড়ে। দ্রাসে (Drass) তাপমাত্রা এখন -১৬.৮!
এর পরেই আছে লেহ (Leh)। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা -১২.৬ ডিগ্রি সেলসিয়াস।
লেহর পরেই কার্গিল। কার্গিলে (Kargil) এখন -১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে।
কার্গিলের পরেই পুলওয়ামা (Pulwama)। পুলওয়ামাতে গতরাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল -৯.১ ডিগ্রি।
এবং পুলওয়ামার পরেই রয়েছে শোপিয়ান ও অনন্তনাগ। কাশ্মীরের শোপিয়ানে (Shopian) অনন্তনাগে (Anantnag) বরাবরই প্রচণ্ড ঠান্ডা পড়ে। এবারেও পড়েছে। গতরাতে সেখানে শোপিয়ানে তাপমাত্রা ছিল -৯.১ ডিগ্রি, আর অনন্তনাগে ছিল -৯.০ ডিগ্রি। কাশ্মীর জুড়েই অবশ্য অবস্থা 'এ-বলে-আমায়-দেখ' আর 'ও-বলে-আমায়-দেখ'! পহেলগাঁওয়ে (Pahalgam), শ্রীনগরে (Srinagar), গুলমার্গে (Gulmarg), সোনমার্গে (Sonamarg) ভয়ংকর শীত এখন!