IPL 2023, রূপে-গুণে নায়িকাদেরও মানাবেন হার, আইপিএলের এই অ্যাঙ্কাররা চোখের আরাম..
২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত আইপিএল হোস্ট করেছলেন রেচেল। ক্রিকেটের জ্ঞানে না মাতালেও, তিনি তাঁর নিজের প্রচেষ্টায় দর্শকদের প্রিয় সঞ্চালিকা হয়ে ওঠেন। দর্শকদের সঙ্গে আরও ভালো ভাবে নিজেকে যুক্ত করার জন্য হিন্দি শেখার চেষ্টা করেছিলেন রেচেল।
সৌন্দর্য ও বুদ্ধিমত্তার কককটেলে মাত করেছেন এই কন্যা। মায়ান্তি ল্যাঙ্গার দেশের সবচেয়ে সফল অ্যাঙ্কারদের মধ্যেই একজন। আজও মায়ান্তি দর্শকদের হার্টথ্রব। তাঁর খেলা নিয়ে জ্ঞানও চমকে দেওয়ার মতো।
অর্চনা বিজয়া আইপিএলের শুরুতেই মাতিয়ে দিয়েছিলেন। শুধুমাত্র হোস্টিং করেই নয়, বহু ক্রিকেটার এবং কোচদের সাক্ষাৎকারও নিয়েছেন তিনি। সকলের সঙ্গে তাঁর গড়ে উঠেছিল বন্ধুতা
শিবানী তাঁর কর্মজীবনে বিভিন্ন টেলিভিশন শো হোস্ট করেছেন। তবে আইপিএল হোস্ট করেছেন ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত। শিবানী একজন গায়িকা, অভিনেত্রী, ভিডিও জকি, টিভি উপস্থাপক ও মডেল। সব মিলিয়েই তাঁর বেশ নামডাক।
সোনালি কিন্তু ফেমিনা মিস ইন্ডিয়া। আইপিএলের চারটি মরসুম হোস্ট করেছেন তিনি। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি ও ক্রিকেট বিশ্বকাপও হোস্ট করেছেন।