World`s Smallest Countries: পৃথিবীর সবচেয়ে ছোট যে পাঁচটি দেশ...
ইতালির রোমের মাঝে অবস্থিত এই দেশের আয়তন ০.৪৯ স্কোয়ার কিলোমিটার। জনসংখ্যা মাত্র ৮২৫ জন। এটি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ।
ভূমধ্যসাগরের উত্তর দিকে ফ্রান্স ও ইতালির মাঝে সমুদ্রের ধার ঘেঁষা এই দেশের আয়তন ২.০২ স্কোয়ার কিলোমিটার। জনসংখ্যা মাত্র ৩৬৬৮৬ জন। এটি পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে ছোট দেশ।
প্রশান্ত মহাসাগরের বুকে অস্ট্রেলিয়া থেকে ৪০০০ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত এই দ্বীপ দেশের আয়তন ২১ স্কোয়ার কিলোমিটার। জনসংখ্যা মাত্র ৯৭৭০ জন। পৃথিবীর সবচেয়ে ছোট দেশের তালিকায় এটি তৃতীয় স্থান অধিকার করে।
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বুকে অস্ট্রেলিয়া ও হাওয়াই দ্বীপপুঞ্জের মাঝে অবস্থিত এই দেশের আয়তন ২৬ স্কোয়ার কিলোমিটার। জনসংখ্যা মাত্র ১১৯২৫ জন। পৃথিবীর সবচেয়ে ছোট দেশের তালিকায় চতুর্থ দেশ টুভালু।
মধ্য ইতালির অ্যাড্রিয়াটিক সাগরের দিকে মাউন্ট তিতানোর ঢালে অবস্থিত এই দেশের আয়তন ৬১ স্কোয়ার কিলোমিটার। জনসংখ্যা মাত্র ৩৩৭৪৫ জন। সান মারিনো পৃথিবীর সবচেয়ে ছোট দেশের তালিকায় পঞ্চম দেশ।