WT20, India vs Pakistan: ফিরে দেখা ভারত-পাক ম্যাচের সেরা পারফর্মারদের

Subhapam Saha Fri, 22 Oct 2021-6:06 pm,

নিজস্ব প্রতিবেদন: আগামী রবিবার বহু প্রতিক্ষীত ভারত-পাকিস্তান (India vs Pakistan) মহারণ। রবিবাসরীয় ব্লকবাস্টারের পারদ ক্রমেই চড়ছে। টি-২০ বিশ্বকাপের মহামঞ্চে সম্মুখ সমরে ইন্দো-পাক। বাইশ গজে ভারত-পাকিস্তান মহারণের কথা উঠলেই, সবার আগে চলে আসে পরিসংখ্যান। ৫০ ওভারের বিশ্বকাপে ভারত ৭-০ এগিয়ে পাকিস্তানের বিরুদ্ধে। কুড়ি ওভারের বিশ্বকাপে নীল জার্সিধারীদের সেই রেকর্ড ৫-০। এই প্রতিবেদনে রইল ভারত-পাক ম্যাচের সেরা পারফর্মারদের গল্প।

 

পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ ফর্ম্যাটে সর্বোচ্চ রান রয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলির। মাত্র হাফ ডজন ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ২৫৪ রান। কোহলির জোড়া ফিফটি রয়েছে। তাঁর গড় ৮৪.৬৬।

গৌতম গম্ভীর ১৩৯ রান করেছেন পাকিস্তানের বিরুদ্ধে। ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী ওপেনারের গড় ২৭.৮০। গম্ভীরের রয়েছে একটি অর্ধ-শতরানও। ২০০৭ টি-২০ বিশ্বকাপের ফাইনালে গম্ভীরের ব্যাট থেকে এসেছিল ৫৪ বলে ৭৫।.

শোয়েব মালিক ৮ ম্য়াচে ১৬৪ রান করেছেন। মালিকের গড় ২৭.৩৩। একটি অর্ধ-শতরান রয়েছে তাঁর। অভিজ্ঞ পাক অলরাউন্ডারের স্ট্রাইক-রেট ১০৩.৭৯।

 

পাক অলরাউন্ডার মহম্মদ হাফিজ ৭ ম্যাচে ১৫৬ করেছেন। হাফিজের স্ট্রাইক-রেট ১১৮.১৮। ভারতের বিরুদ্ধে হাফিজের গড় ২৬.০০। রয়েছে দুটি হাফ-সেঞ্চুরি।

প্রাক্তন বিশ্বকাপ জয়ী যুবরাজ সিং ৮ ম্যাচে করেছেন ১৫৫ রান। ২০১২ তে তিনি পাকিস্তানের বিরুদ্ধে ৭২ রানের ইনিংস খেলেন। যুবির ব্যাটে ভারত ১৯২ রান করেছিল। পাকিস্তান রান তাড়া করতে নেমে ১৮১ রানে শেষ হয়ে যায়। যুবির ব্যাটেই ভারত সিরিজ ১-১ করেছিল।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link