মোদীর আর্জির ঘণ্টাখানেকের মধ্যেই Kumbh Mela বন্ধের ঘোষণা জুনা আখড়ার

Sat, 17 Apr 2021-7:37 pm,

নিজস্ব প্রতিবেদন: সকালেই কুম্ভমেলায় বাড়তে থাকা কোভিড সংক্রমণ নিয়ে নীরবতা ভাঙেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আপাতত কুম্ভমেলা (Kumbh Mela 2021) প্রতীকী রূপেই উদযাপনের আর্জি জানান। আর তার কয়েক ঘণ্টা পরেই হরিদ্বারে কুম্ভমেলা বন্ধ করে দিল জুনা আখাড়া। 

মাসব্যাপী এই মেগা উৎসবে আগাম ইতি ঘোষণা করে দিল দেশের অন্যতম বড় আখাড়া।

স্বামী অভদেশানন্দ গিরি হিন্দিতে একটি টুইট করে জানান, 'আমাদের প্রথম প্রাধান্য কোভিডের বিরুদ্ধে মানুষকে রক্ষা করা। কোভিডের বাড়বাড়ন্ত মাথায় রেকে আমরা সকল মূর্তি আগেই বিসর্জন দিয়েছি। জুন আখাড়ার তরফে কুম্ভমেলার সমাপ্তি ঘোষণা করা হল।'

একটি ভিডিয়ো বার্তায় তিনি অন্যান্য আখাড়াগুলিও যাতে প্রধানমন্ত্রীর আর্জি মেনে প্রতীকী কুম্ভ পালন করেন তা বলেন।

উত্তরাখণ্ডের হরিদ্বার, তেহরি ও দেরাদুনের মোট ৬৭০ হেক্টর জায়গা জুড়ে কুম্ভমেলা হয়। গত দুটি শাহিস্নানে (Shahisnan) অংশ নিয়েছেন প্রায় সাড়ে ৪৮ লক্ষ পুণ্যার্থী। 

 

পুণ্যার্থীদের কারও মুখে মাস্কের বালাই নেই। মানা হচ্ছে না সামাজিক দূরত্ববিধিও। হাজার চেষ্টা করেও কোভিড বিধি মেনে ব্যবস্থাপনা করতে ব্যর্থ প্রশাসন। আর এর জেরেই উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link