কেন দেখা মিলছে না কিম জং উনের! কোথায় আছেন তিনি? জেনে নিন
নিজস্ব প্রতিবেদন: তাঁর মৃত দাদু কিম সাঙের জন্মদিনেও দেখা মেলনি কিম জং উনের। সেখান থেকেই জল্পনা শুরু হয়েছিল বিশ্ব কূটনীতির এক বর্ণময় চরিত্র কিম জং উনকে নিয়ে। সারা বিশ্বের যেন একটাই প্রশ্ন, কী হয়েছে কিম জং উনের! কয়েকদিন আগেতো আবার বিকৃত এক ছবি দেখে কেউ কেউ বলতে শুরু করেছিল, মারা গেছেন কিম। তবে কেন প্রকাশ্যে আসছেন না উত্তর কোরিয়ার এই দাপুটে শাসক। তত্ত্বগুলোকে সাজালে অনেক সম্ভাবনার কথা উঠে আসে।
খুব সম্প্রতি অস্ত্রপ্রচার হয়েছিল কিমের। হয়তো সেজন্য়ই বিশ্রামে রয়েছেন তিনি। তাই হয়তো কিমের দেখা মিলছে না। দক্ষিণ কোরিয়ার সভাপতির উপদেষ্টা বলেছেন,"কিম সুস্থ আছেন।"
এমনটাও হতে পারে গুরুতর অসুস্থ কিম। অনেক মার্কিন সংবাদ সংস্থা অবশ্য এমনটাই বলে আসছে। তবে চিন উত্তর কোরিয়ায় চিকিৎসক দল পাঠালেও তা কিমের জন্যই কিনা সে বিষয়ে বিশদে কিছু জানা যায়নি। ট্রাম্প অবশ্য জানিয়েছেন তিনি ট্রাম্পের শারীরিক অবস্থা সম্পর্কে জানেন। কিন্তু সে বিষয়ে কথা বলতে তিনি রাজি নন।
কিমের নিরাপত্তারক্ষীর মধ্যে একজন করোনা আক্রান্ত। তাই কিম সামাজিক দূরত্ব মেনে চলার জন্য গা ঢাকা দিয়েছেন। এমনটাও খবর মিলেছে এক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী।
১৪ এপ্রিল মিসাইল পরীক্ষা করেছিল কিমের দেশ। এমনটাও হতে পারে তখন সেখানে উপস্থিত ছিলেন কিম। এমনটা হতে পারে তখন সেখানে আঘাত পেয়েছেন কিম জং উন। তবে অনেকেই এমনটা মানতে নারাজ।
শুধুমাত্র দৃষ্টি আকর্ষণের জন্যই উবে গিয়েছেন কিম জং উন। এমনটাও আশঙ্কা প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার রাজনীতিবিদ ইয়ুন স্যাং হিউন। প্রসঙ্গত এর আগেও ২০১৪ সালে কোনও কারণ ছাড়াই ৬ সপ্তাহের জন্যই উবে গিয়েছিলেন কিম জং উন।