Jalpaiguri: ভয়ংকর ঝড়ে বিধ্বস্ত গ্রামের দিকে সাহায্যের `সবুজ` হাত বাড়িয়ে দিল রামকৃষ্ণ মিশন...
সেই ঝড়, যাকে 'মিনি টর্নেডো' বলা হচ্ছিল, তার ক্ষণিক কিন্তু ভয়ংকর দাপটে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল তিস্তাপাড়ের এই বার্নিশ গ্রামের একাংশ।
তবে প্রথম থেকেই বিপদগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন।
বিভিন্ন পর্যায়ে তারা সাহায্য করেছে। দ্বিতীয় পর্যায়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে কর্ণাটক থেকে আনা উন্নত প্রজাতির চারাগাছ তুলে দেওয়া হল।
ওই এলাকার মানুষের হাতে তুলে দেওয়া হল সুপারি, নারকেল, তেজপাতা গাছের চারা। পাশাপাশি করা হল বৃক্ষরোপণও।
এই প্রসঙ্গে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিবপ্রেমানন্দজি মহারাজ বলেন, আমরা প্রায় দুশো পরিবারকে চারা গাছ দিলাম।
আগামী চার-পাঁচ বছর পর থেকেই গাছগুলি থেকেই আর্থিক সুবিধা পাবেন গ্রামবাসীরা বলে জানান স্বামী শিবপ্রেমানন্দ।