Bandel: হাওড়াগামী দুন এক্সপ্রেস থেকে উদ্ধার ১০০ কচ্ছপ, গ্রেফতার ১
নিজস্ব প্রতিবেদন: ব্যবধান মাত্র কয়েক দিনের। হাওড়াগামী দুন এক্সপ্রেস ( Howrah bound Doon Express) থেকে ফের উদ্ধার হল কচ্ছপ। এবার ব্যান্ডেল (Bandel) স্টেশনে। পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল জিআরপি (GRP)। ধৃতের বাড়ি উত্তরপ্রদেশে (UP)।
হাওড়াগামী দুন এক্সপ্রেসে বস্তাবন্দি ১০০ কচ্ছপ! ব্যান্ডেল স্টেশনে নামতেই অভিযুক্তকে পাকড়াও করল জিআরপি। উদ্ধার করা হল কচ্ছপগুলিকে।
ধৃতের নাম বাবুলাল কাঞ্জার। বাড়ি, উত্তরপ্রদেশের আমেঠিতে। দুন এক্সপ্রেস করে তিনি যে কচ্ছপ নিয়ে আসছেন, গোপন সূ্ত্রে সে খবর পেয়েছিল পুলিস।
এদিন সকালে নির্দিষ্ট সময়েই ব্যান্ডেল স্টেশনে পৌঁছয় হাওড়াগামী দুন এক্সপ্রেস। ট্রেনের কামরায় তল্লাশি শুরু করে জিআরপি।
এদিকে ততক্ষণে ট্রেন থেকে নেমে পড়েছেন বাবুলাল। হাতে একটি বস্তা নিয়ে ব্যান্ডেল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিলেন তিনি।
বাবুলালকে প্রথমে আটক করা হয়। বস্তা থেকে উদ্ধার হয় ১০০ কচ্ছপ। পাচারের অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে জিআরপি (GRP)।
এর আগে ২২ অক্টোবর ব্যান্ডেল স্টেশনে দুন এক্সপ্রেসেই কচ্ছপ পাচার করতে গিয়ে ধরা পড়েছিল মহিলা-সহ ৩ জন। উদ্ধার হয়েছিল বিরল প্রজাতির ১২৫টি কচ্ছপটি। এমনকী, চলতি মাসের ২৩ তারিখও শ্রীরামপুর স্টেশনে ৪২ কচ্ছপ-সহ গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে।