দেশে মোট করোনা আক্রান্ত ১৯ লক্ষ ৬৪ হাজার, মৃ্ত্যু ৪০ হাজার ছাড়ালো

Thu, 06 Aug 2020-12:00 pm,

নিজস্ব প্রতিবেদন: দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ২৮২ জন। যার দরুন দেশে এখন মোট করোনা আক্রান্তর সংখ্য়া ১৯ লক্ষ ৬৪ হাজার ৫৩৬।

মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ লক্ষ ২৮ হাজার ৩৩৬ জন। গত ২৪ ঘন্টায় ৯০৪ জনের প্রাণ হারানোর খবর মিলেছে। গোটা ভারতে এখন মোট করোনার বলি ৪০ হাজার ৬৯৯। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ হাজার ১২১ জন।  সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ লক্ষ ৯৫ হাজার ৫০১। সুস্থতার হার ৬৭.৬১ শতাংশ।

এখনও দেশে সর্বোচ্চ করোনা আক্রান্তর ঠিকানা মহারাষ্ট্র। সে রাজ্যে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৪ লক্ষ ৬৮ হাজার ২৬৫। কোভিড যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরেছেন ৩ লক্ষ ৫ হাজার ৫২১ জন। প্রাণ হারিয়েছেন ১৬ হাজার ৪৭৬ জন। সক্রিয় করোনা আক্রান্তর সংখ্য়া ১ লক্ষ ৪৬ হাজার ২৬৮।

দ্বিতীয় স্থানে তামিলনাড়ু। সে রাজ্যে মোট করোনা আক্রান্তর সংখ্য়া ২ লক্ষ ৭৩ হাজার ৪৬০। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ১৪ হাজার ৮১৫। করোনার বলি সে রাজ্যে ৪ হাজার ৪৬১। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ১৮৪।

 

এরপরেই সর্বোচ্চ করোনা আক্রান্ত অন্ধ্র প্রদেশে। সেখানে করোনা আক্রান্ত হয়েছেন মোট ১ লক্ষ ৮৬ হাজার ৪৬১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৪ হাজার ৩৫৪ জন। প্রাণ হারিয়েছেন ১ হাজার ৬৮১ জন। সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮০ হাজার ৪২৬।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link