দেশে মোট আক্রান্ত ১৫ লক্ষ ছুঁইছুঁই, ভরসা জোগাচ্ছে সুস্থতার হার!
নিজস্ব প্রতিবেদন: গত ২৪ ঘন্টায় দেশে নোভেল করোনা আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৭০৩। যার ফলে গোটা ভারতে মোট করোনা আক্রান্তর সংখ্যা এখন ১৪ লক্ষ ৮৩ হাজার ১৫৬। দেশে মোট করোনার বলি ৩৩ হাজার ৪২৫।
কোভিড যুদ্ধে জয়ী হয়ে গত ২৪ ঘন্টায় বাড়ি ফিরেছেন ৩৫ হাজার ১৭৫ জন। দেশে করোনা থেকে মোট সুস্থ হয়ে উঠেছেন ৯ লক্ষ ৫২ হাজার ৭৪৩ জন। এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ৯৬ হাজার ৯৮৮। তবে আশা জোগাচ্ছে সুস্থতার হার। ভারতে করোনায় সুস্থতার হার ৬৪.২৩ শতাংশ।
করোনা আক্রান্ত রাজ্যগুলির মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা মহারাষ্ট্রর। সে রাজ্যে মোট করোনা আক্রান্ত ৩ লক্ষ ৮৩ হাজার ৭২৩। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ২১ হাজার ৯৪৪ জন। প্রাণ হারিয়েছেন ১৩ হাজার ৮৮৩ জন। এখন ঠাকরে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ১ লক্ষ ৪৭ হাজার ৮৯৬।
মহারাষ্ট্রর পরেই স্থান তামিলনাড়ুর। সেখানে মোট করোনা আক্রান্তর সংখ্যা ২ লক্ষ ২০ হাজার ৭১৬। করোনাকে কাত করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৬২ হাজার ২৪৯ জন। প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৫৭১ জন। এখন সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ৫৪ হাজার ৮৯৬।
ক্রমেই সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমছে দিল্লিতে। গত ২৪ ঘন্টায় দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন ৬১৩ জন। আর করোনা হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৪৯৭ জন। সেখানে মোট করোনা আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৩১ হাজার ২১৯। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ১৬ হাজার ৩৭২। প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৮৫৩ জন। এখন সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ১০ হাজার ৯৯৪।