Dooars: জঙ্গল-পাহাড়ে দেখুন বর্ষার অপরূপ রূপ, সঙ্গে বোনাস ইলিশ-বোরোলি...
আজ, রবিবার স্থানীয় পর্যটনকেন্দ্র মূর্তি-সংলগ্ন বেসরকারি এক রিসর্টে ইলিশ ও বোরোলি মাছের উৎসবেরও আয়োজন হয়।
এক বেসরকারি সংস্থার উদ্যোগেই ওই আয়োজন হয়। স্থানীয় এক পর্যটন ব্যবসায়ী পিন্টু বকসি এর সঙ্গে জড়িয়ে।
১৫ জুন থেকেই এই উৎসবের সূচনা হয়েছিল। মাঝে পঞ্চায়েত ভোটের জন্য কিছুদিন তা বন্ধ ছিল। রবিবার থেকে ফের তা চালু হল। পর্যটকরা ইলিশ ও বোরোলি মাছের স্বাদ নিতে পারবেন এখানে।
উদ্যোক্তাদের তরফে পিন্টু বকসি জানান, বর্ষায় জঙ্গল বন্ধ থাকলেও ডুয়ার্সের রূপ বর্ষাতেই যেন আরও সুন্দর হয়ে ওঠে। আর এই বর্ষা উপভোগ করতে ডুয়ার্সে এসে পর্যটকরা যাতে ইলিশ বোরোলির স্বাদ পেতে পারেন সেজন্যই এই উদ্যোগ।
এদিনের এই ইলিশ ও বোরোলি উৎসবে শামিল হতে পেরে খুশি পর্যটকরাও। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। পর্যটন ব্যবসায়ী পিন্টু বকসির উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন রিসর্ট মালিকদের সংগঠন।
খুব কম খরচেই পর্যটকরা এই পরিষেবা পাবেন। পাশাপাশি এখান থেকে পাহাড়-সহ বিভিন্ন অফবিট এলাকায় ঘুরতেও পারবেন পর্যটকরা।