শীতের মরশুমে সুন্দরবনে বাঘমামার দেখা পেলেন পর্যটকরা
নিজস্ব প্রতিবেদন: পর্যটন মরশুম শুরু হতেই সুন্দরবনে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। সোমবার সুন্দরবন জঙ্গলের চোরা গাজীখালি তে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পান পর্যটকরা।
শীতের পর্যটন মরশুমের শুরুতেই সুন্দরবনে বাঘ দর্শনে বেজায় খুশি পর্যটকরা।
স্থানীয়রা জানাচ্ছেন, শীতের মরশুমে প্রথম বার দেখা দিলেন বাঘমামা।
বাঘ দেখার খবরে উচ্ছ্বসিত সুন্দরবন প্রেমী ভ্রমণার্থীরা। এদিন সকালে প্রথম পর্যটকরা বাঘ দেখতে পান।
শীতের শুরুতেই সুন্দরবনে বাঘের দেখা মেলায় পর্যটন ব্যবসায়ীরাও বেশ খুশি।
কারণ, তাদের দেখতে আরও বেশি সংখ্যক পর্যটক শীতে সুন্দরবনে ভিড় জমাবেন বলে আশাবাদী পর্যটন ব্যবসায়ীরা।