Durga Puja 2023: বিপদ! পুজোর সময়ে বাড়িতে এই সব জিনিস নেই তো? থাকলে অষ্টমীর আগেই তা সরিয়ে ফেলুন...
পুজোর সময়ে কোনও ভাঙা মূর্তি বাড়িতে রাখা উচিত নয়। এটিকে অশুভ মনে করা হয়। ঘরে কোথাও ভাঙা মূর্তি রাখলে সংসারে তার নেতিবাচক প্রভাব পড়ে। এমন মূর্তি জলে ভাসিয়ে দিন বা গাছতলায় বসিয়ে আসুন।
পুরনো জুতো রাখবেন না বাড়িতে। পুরনো ও ছেঁড়া জুতো থেকে নেতিবাচক শক্তিপ্রবাহ তৈরি হয়, তা দুর্ভাগ্য বয়ে আনে।
ঘরে পুরনো মলিন ছেঁড়া পাপোশ থাকলে তা সরিয়ে ফেলুন।
ঘর পরিষ্কার করার সময়ে ভাঙা কাপ-ডিশ বাসনকোসন চোখে পড়লে সরিয়ে ফেলুন।
ভাঙা আয়নাও খুব সমস্যার জিনিস। বাড়িতে রাখা অশুভ বলে মনে করা হয় এ জিনিস। দেখলেই সরিয়ে ফেলতে হবে।
বন্ধ ঘড়িও খুব নেগেটিভ আইটেম। হয় সারিয়ে ফেলুন, নয় সরিয়ে ফেলুন। খারাপ ঘড়ি হলে ফেলে দিন।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ঝুলকালি পরিষ্কার করা। পুজোর আগে ভালো ঝুল ঝেড়ে নেওয়া জরুরি। বাড়ির কোথাও যেন মাকড়সার জাল না থাকে। ঝুল-ময়লা থেকেও নেতিবাচক এনার্জি তৈরি হয়।