Train Accident: বিকট শব্দ... লোকজন ছুটে এসে দেখল রেললাইনে... ফের যাত্রী সুরক্ষা নিয়ে বিরাট প্রশ্ন!

Tue, 24 Sep 2024-1:45 pm,

প্রদ্যুত্‍ দাস: সাতসকালে জলপাইগুড়ির ময়নাগুড়িতে বেদগাড়া স্টেশনের লাইনচ্যুত বিশাল মালগাড়ি। আর তাতেই যাত্রী দুর্ভোগের চূড়ান্ত। বেশ কয়েক ঘন্টা লেটে চলছে ট্রেন।

 

হঠাৎই বিকট করে শব্দ হয়। স্থানীয়রা ছুটে এসে দেখেন মালগাড়ির ৬টি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে। খবর পেয়েই তৎক্ষণাত্‍ ছুটে আসেন রেলের আধিকারিক থেকে রেলকর্মীরা। 

 

দুর্ঘটনার জেরে জলপাইগুড়ির রানিনগর সহ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন। দাঁড়িয়ে পড়ে উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে কামরূপ এক্সপ্রেসও। 

 

ভোর ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। সেই থেকে ব্যাহত ট্রেন চলাচল। দীর্ঘক্ষণ জলপাইগুড়ি রোড স্টেশনে দাঁড়িয়ে থাকার পর কামরূপ এক্সপ্রেস মাথাভাঙা রুটে বেরিয়ে যায়। 

 

জলপাইগুড়ি রোড স্টেশন,  রানিনগর স্টেশন সহ সব স্টেশনেই দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে। যাত্রীরা প্ল্যাটফর্মে অপেক্ষারত। 

 

জলপাইগুড়ি রোড স্টেশন থেকে ময়নাগুড়ি রোড হয়ে মাথাভাঙা লাইনে ঘুরপথে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালাচ্ছে রেল। 

 

এখন বার বার এভাবে ট্রেন দুর্ঘটনার কারণে যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছেই। দুর্ভোগে পড়ে যাত্রীরা কেউ কেউ বাসে-গাড়িতে করেও গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link