Train Cancel | Cyclone Dana: ১২০ কিমি বেগে ধেয়ে আসছে `বিধ্বংসী` ডানা, বাতিল ৩দিনের ১৫১ ট্রেন, দেখে নিন তালিকা...

Soumita Mukherjee Tue, 22 Oct 2024-8:12 pm,

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়-অয়ন ঘোষাল: চোখ রাঙাচ্ছে ডানার হানা। ধেয়ে আসতে পারে ১২০ থেকে ১৩৫ কিলোমিটার বেগে। 

 

বৃহস্পতিবারই পুরী-সাগরদ্বীপের মাঝে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। লোকাল ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষও। পাশাপাশি বাতিল হয়েছে বেশ কিছু দূরপাল্লার ট্রেন।

 

আগেই আভাস ছিল যে ঘূর্ণিঝড়ের জেরে ২৩-২৪ এবং ২৫ তারিখের একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল হতে চলেছে।

 

মূলত ২৪ তারিখ দুপুর থেকে ২৫ তারিখ সকাল পর্যন্ত খড়গপুর ডিভিশন এর উপর দিয়ে যাওয়া অধিকাংশ ট্রেন বাতিলের সম্ভাবনা ছিল আগে থেকেই। 

 

এবার ঘূর্ণিঝড় ডানার জন্য ২৩-২৪ এবং ২৫ তারিখ মিলিয়ে আপ এবং ডাউন লাইনের প্রায় ৮০টা ট্রেন বাতিল ঘোষনা করল দক্ষিণ পূর্ব রেলওয়ে।

 

গোটা দক্ষিণপূর্ব রেল ধরলে সেই সংখ্যাটা ১৫১, যার মধ্যে প্রায় ৮০টি ট্রেন রয়েছে এই রাজ্যের। 

 

একনজরে দেখে নিন তালিকা...

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link