ট্রেনের সংরক্ষিত কামরার টিকিট এবার হস্তান্তর করতে পারবেন যাত্রীরা
ট্রেনের সংরক্ষিত কামরার টিকিট হস্তান্তর করা যায় না। কোনও কারণে ট্রেনযাত্রা না করতে পারলে টিকিট বাতিল ছাড়া উপায় থাকে না।
এবার সেই ঝামেলা থেকে মুক্তি পেতে চলেছেন যাত্রীরা। কীভাবে?
যাত্রার নির্দিষ্ট সময় আগে আবেদন করলে টিকিট হস্তান্তর করতে পারবেন যাত্রীরা। ফলে টিকিট বাতিলের খরচ বহন করতে হবে না।
রেলের নতুন নির্দেশিকা অনুযায়ী, টিকিট বাতিল করতে হবে না যাত্রীরা। তা নামবদল বা হস্তান্তর করতে পারবেন তাঁরা।
গুরুত্বপূর্ণ স্টেশনগুলির সংরক্ষণ বিভাগের মুখ্য আধিকারিককে দেওয়া হয়েছে টিকিট হস্তান্তরের অধিকার।
চাকরির কারণে সংরক্ষিত কামরার টিকিট কাটা থাকলে তা হস্তান্তর করতে পারবেন সরকারি কর্মীরা। সেক্ষেত্রে যাত্রার ২৪ ঘণ্টা আগে স্টেশনের সংরক্ষণ বিভাগের আধিকারিকের কাছে হস্তান্তরের লিখিত আবেদন জানাতে হবে।
বাবা, মা, ভাই, ছেলে বা মেয়ের সঙ্গে টিকিট হস্তান্তর করা যাবে। এক্ষেত্রেও যাত্রার ২৪ ঘণ্টা আগে আবেদন করতে হবে যাত্রীদের।
এই সুযোগ নিতে পারবেন স্বীকৃত প্রতিষ্ঠানের পড়ুয়ারাও। যাত্রার ৪৮ ঘণ্টা আগে প্রতিষ্ঠানের প্রধানকে আবেদন করতে হবে। ওই টিকিটটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্য ছাত্রের নামে হস্তান্তরিত হয়ে যাবে।
বরযাত্রী বা কনেযাত্রীর পক্ষও এই আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ৩৮ ঘণ্টা আগে লিখিত আবেদন জমা দিতে হবে।
যাত্রার ২৪ ঘণ্টা আগে টিকিট হস্তান্তর করতে পারবেন এনসিসি ক্যাডেটরা। এক্ষেত্রে ওই দলের অন্য কোনও সদস্যের নামে হস্তান্তর করতে হবে