বড়সড় সিদ্ধান্ত রেলের, এইসব ট্রেনে থাকবে না নন-এসি স্লিপার কোচ

Sun, 11 Oct 2020-8:33 pm,

এবার ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে দৌড়বে ট্রেন। এরকম ট্রেনে সাধারণ নন-এসি স্লিপার ক্লাস কোচ থাকবে না। পরিবর্তে তা করা হবে এসি কোচ। এরকমই সিদ্ধান্ত নিল রেলমন্ত্রক।

রেল মন্ত্রকে সূত্রে সংবাদসংস্থার খবর, 'সোনালী চতুর্ভূজে ট্রেনের গতি হবে ঘণ্টায় ১৩০-১৬০ কিলোমিটার। যেসব ট্রেন ওই লাইনে চলবে সেইসব ট্রেনে নন-এসি স্লিপার ক্লাস কোচ থাকবে না। সব কোচই হবে এসি।'

রেল মন্ত্রকের মুখপাত্র ডি জে নারিন বলেন,  যেসব ট্রেন ১৩০ বা ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় দৌড়বে সেইসব ট্রেনের কোচ সাধারণভাবেই এসি হওয়া প্রয়োজন।

রেল মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, ওইসব ট্রেনের এসি কোচে টিকিটের দাম যাত্রীদের আয়ত্বের মধ্যেই থাকবে। ওইসব ট্রেনে সফরের সময় যেমন বাঁচবে তেমনি বাড়বে আরামও।

আপাতত  দিল্লি-মুম্বই  ও দিল্লি-হাওড়া রুটে ওইসব কোচ ব্যবহার চালানো হবে। কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরিতে ওই ধরনের কোচ তৈরি হচ্ছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link