লকডাউনের দিনগুলিতে কোন ট্রেন কোথায় থামবে আর কোনগুলি বাতিল, দেখে নিন লিস্ট
নিজস্ব প্রতিবেদন : রাজ্যে করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। ভাইরাসের সংক্রমণ শৃঙ্খল ভাঙতে রাজ্যে সাপ্তাহিক লকডাউন ঘোষণা করেছে সরকার।
৩১ অগাস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ। গোটা অগাস্ট জুড়ে ৭ দিন থাকবে সাপ্তাহিক লকডাউন।
এখন লকডাউনের দিনগুলো ট্রেন, বিমান সব বন্ধ থাকবে। জরুরি পরিষেবা ছাড়া বন্ধ যান চলাচলও। একথা আগেই ঘোষণা করেছে নবান্ন।
এবার লকডাউনে দক্ষিণ পূর্ব রেলের কোন কোন ট্রেন থামানো হবে আর কোন কোন ট্রেন চলবে না, রেলের তরফে তার তালিকা দেওয়া হল। দেখে নিন-