কালবৈশাখিতে গাছ উপড়ে বন্ধ রাস্তা,ওভারহেডে তার ছিঁড়ে ব্যাহত ট্রেন চলাচল
শুক্রবার সন্ধ্যায় কলকাতায় আছড়ে পড়ে কালবৈশাখি। ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টি। ঘণ্টাখানেক ধরে চলে কালবৈশাখির দাপট। ঝড়ের দাপটে বেশ কয়েকটি জায়গায় গাছ উপড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। রেড রোড, রাইটার্সের সামনে গাছ পড়ে খানিকক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। দু'জনের মৃত্যু হয়েছে বলে খবর।
ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় ট্রেন চলাচল ব্যহত শিয়ালদা মেইন লাইনে।
তার ছিঁড়ে যাওয়ার কারণে একইরকমভাবে ট্রেন চলাচল বিঘ্নিত ব্যান্ডেল-কাটোয়া স্টেশনে। ত্রিবেণী স্টেশনে ওভারহেডে গাছ পড়ে ছিঁড়ে যায় তার।
অফিস ফিরতি টাইমে ঝড়-বৃষ্টির জেরে চরম দুর্ভোগের মধ্যে পড়েন নিত্যযাত্রীরা।