অনুব্রতর পাল্টা অর্জুন! অর্জুনকে `নজরবন্দি` করার আবেদন জানিয়ে কমিশনে তৃণমূল
ভোটের দিন প্রভাব খাটাতে পারেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল তাই চতুর্থ দফায় ভোটের ভোটের আগের দিন সন্ধ্যা থেকে অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করেছিল নির্বাচন কমিশন।
এবার অনুব্রতর পাল্টা হিসেবে অর্জুন সিংকে নজরবন্দি করার আবেদন জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস।
৬মে পঞ্চম দফার ভোট বারাকপুরে। বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন।ভোটের দিন প্রভাব খাটাতে পারেন অর্জুন তাই নজরবন্দি করার আবেদন তৃণমূলের।
বুধবার বারাকপুরের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীর হয়ে তৃণমূল নেতা তাপস রায় দেখা করেন মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে।