`অন্তঃত্ত্বা হয়েছেন কিন্তু আপনার স্বামী কোথায়?` কটাক্ষ কল্কি কোয়েচলিনকে
পরিচালক অনুরাগ কাশ্য়পের সঙ্গে বিচ্ছেদর পর গাই হার্সবার্গের সঙ্গে সম্পর্কে জড়াল বলিউড অভিনেত্রী কল্কি কোয়োচলিন
গাইয়ের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর তিনি অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানতে পারেন। অন্তঃসত্ত্বা হওয়ার খবরে প্রথমে খুশি ছিলেন না বলে জানান অভিনেত্রী। কিন্তু সব পরীক্ষানিরীক্ষা করার পর মা হওয়ার খবরে খুশি হয়ে যান বলে জানান কল্কি
বিয়ে না করেও গাইয়ের সন্তানের মা হচ্ছেন জানতে পেরে, পরিবার তাঁর পাশে দাঁড়ায় বলে জানান কল্কি। এ বিষয়ে সব সময তিনি তাঁর পরিবারকে পাশে পেয়েছেন বলেও জানান অভিনেত্রী
এমনকী যেখানে তিনি থাকেন, সেই কমপ্লেক্সের সবাইও কল্কির পাশে দাঁড়ান বলে জানান অভিনেত্রী
অন্তঃসত্ত্বা হওয়ার পর পরিবারের সমর্থন পেলেও সোশ্য়াল নেটওয়ার্কিং সাইটে একাধিক সমালোচনার মুখে পড়তে হয় অভিনেত্রীকে
কেউ প্রশ্ন করতে শুরু করেন, 'অন্তঃসত্ত্বা হয়েছেন ঠিকই কিন্তু আপনার স্বামী কোথায়?' বলে
আবার কেউ বলতে শুরু করেন, অন্তঃসত্ত্বা হয়েছেন ফলে এখন আর এত আঁটসাট পোশাক পরবেন না, কিন্তু সমালোচকরা যা-ই বলুন না কেন, তিনি তাঁদের কোনও কথাই গায়ে মাখেননি বলে স্পষ্ট জানান কল্কি কোয়েচলিন